Good Night Bengali SMS: In this article you will find শুভ রাত্রি, শুভ রাত্রি শুভেচ্ছা, bengali good night, good night in bengali, subha ratri image, শুভ রাত্রি gif, subho ratri image, shubh ratri message, good night quotes in bengali and many more images, status, quotes, messages in bengali language.

Good Night Bengali SMS
যদি চাঁদে না থাকে কলঙ্ক,
মনে যদি না থাকে বেথা।
তোমার বাড়ি যদি হতো কাছে,
আমি রোজ বলতে আসতাম একটি কথা।
~শুভরাত্রী~
রাত মানে পাখির আবার নীড়ে ফায়ার আসা,
রাত মানে চাঁদের আলোয় মিষ্টি
ভালোবাসা রাত মানে দীর্ঘ এক প্রতীক্ষার শেষ,
রাত মানে চোখের পাতায় স্বপ্নেরবেশ।
~শুভরাত্রী~
Good Night Wishes in Bengali

দেহের ভিতর মন আছে, মনের ভিতর তুমি আছো।
বন্ধু হয়ে তোমার বুকে থাকতে চাই আমি।
কি রাখতে পারবে আমায়?
যেমন করে আমি রেখেছি বন্ধু তোমায়।
স্বপ্ন মানে দিনের শেষ, স্বপ্ন মানে নেশা,
sস্বপ্ন মানে রাতের মাঝে লুকিয়ে থাকা আশা,
স্বপ্ন মানে দুঃখ ভুলে নতুন পথের যাত্রী,
aস্বপ্ন মানে মিষ্টি ঘুমে জানায় শুভরাত্রী।

দিন গেলো ফুরিয়ে, রাত আসছে দাঁড়িয়ে,
পড়াশুনা ছেড়ে চলো ঘুমিয়ে পড়ি এখন,
স্বপ্ন যেন দেখতে পারি মনের মতন।
~গুড নাইট~
কাজে কাজে দিন শেষ ডুবলো আলো আধার হলো,
ফুলগুলো সুবাশ হারালো,
চাদ মামা আলো দিলো তুমি
এখন ঘুমিয়ে পরশুভরাত্রি
Bengali Good Night Message

শুভ রাত্রি
হয়তো বা স্বপ্ন গুলো হারিয়ে যায় কখনো,
স্মৃতিগুলো মুছে যায়নি কখনো।
আমার এই সময় পেতে তাকে,
নিঃশব্দ এই রাত্রীতে।
~শুভরাত্রী~
রাতের তারা তাকিয়ে দেখো একা একা ভাসে,
সত্যিকারের বন্ধু পেলে মনে খুশি আসে,
রাত জাগা এক পাখি জানি আমার পথের যাত্রী।
সময় হলো তাইতো এবার জানায় শুভরাত্রী।
Bengali Good Night Message

সবার চোখে ঘুম এখন নীরব রাত।
আমার চোখে ঘুম নেই কেন বলতে পারো?
কোনো সুখের আশায় আমার এই রাত জাগা,
কেন মন আজ দিশেহারা।
~গুড নাইট~
মেঘে মেঘে ঢেকে গেছে আকাশ,
একটু কোমল একটু উদাশ আজ প্রভাতের বাতাস।
আজ আছি, জানিনা থাকবো কিনা কাল।
হতে পারে তোমায় উইশ করার এইটাই শেষ রাত।
তাইতো জানায় শুভ রাত্রী তোমায় আজ।
Good Night Bengali image

মিষ্টি মিষ্টি রাত, আকাশে নেই চাঁদ
মেঘে ঢাকা আকাশ, ঠাণ্ডা ঠাণ্ডা বাতাস
ঘুমিয়ে গেছে পাখি, মিটি মিটি আলো দেয় জোনাকি ।
তোমাকে জানাই
শুভ রাত্রি
জ্যোৎস্না ভরা চাঁদের আলো,
বন্ধু তুমি থেকো ভালো,
রাত্রি এবার অনেক হলো,
ঘুম আমায় জানিয়ে দিলো ।
গুড নাইট

শুভ রাত্রি শুভেচ্ছা
রাতের পাখিরা পাখনা মেলে, ডাকছে তোমায় মিষ্টি সুরে,
উঁকি দিয়ে চাঁদের আলো, বলছে তোমায় রাত্রি হলো,
আকাশ দেশের নীল পরিরা, বলছে এবার ঘুমিয়ে পড়।
শুভ রাত্রি
Read More: Good Morning Quotes In Bengali – Images
নিশিরাতে আমি করতে এলাম চুরি,
ভয় করোনা ভুলেও মারবোনা বাড়ি।
অন্ধকার চারিদিকে রাত্রী নিঝুম,
আমি শুধু চুরি করবো তোমার রাতের ঘুম।
~শুভরাত্রী~

নিভলো আলো, রাত্রি এলো, আকাশ হলো কালো,
এক ফালি চাঁদ হাসছে দেখো, বলছে থেকো ভালো,
রাত তো অনেক হলো, এবার ঘুমাতে যাও,
পাহারা দেবে এক ফালি চাঁদ, নিশ্চিন্তে ঘুমাও।
~শুভরাত্রী~
হারিয়ে যাও ঘুমের দেশে, স্বপ্নগুলা দেখছে এসে।
জড়িয়ে ধরো কোলের বালিশ, জানাও তোমার মিষ্টি নালিশ।
মনটা হটাৎ বলছে এসে, যাবে নাকি পরীর দেশে!
~শুভ রাত্রী~
Good Night Bengali SMS

রাতের বেলা চাঁদের আলো,
ঝিকিমিকি স্কাই,
তারারা সব টায়ার্ড হয়,
শুধুই তোলে হায়,
গোপন মনের অল উইশ,
দিলাম আমি লিখে,
ফুলের মনের অল উইশ
দিলাম আমি লিখে,
ফুলের মতো ড্রিম আসুক,
স্লীপি দুটি চোখে।
~শুভ রাত্রী ~
ফুলের পাঁপড়ি পাখনা মেলে ডাকছে তোমায় মিষ্টি হেসে,
উঁকি দিয়ে এল বলছে তোমায় রাত্রি এবার হলো,
আকাশ নীল পরীরা বলছে এবার ঘুমিয়ে পর।
Good Night Bengali SMS

good night shayari photo
জোনাকি হল রাতের বাতি।
স্বপ্ন নাকি ঘুমের সাথি।
মন হল মায়াবী পাখি।
ফ্রেন্ড নাকি সুখ দুঃখের সাথি।
তাই জানাই তোমায় ‘শুভ রাত্রি’।
আজ রাতে কি আসবো একটু রোমাঞ্চ করতে?
আজ মুড ভালো আছে,
শুধু কিছু মিষ্টি কামড় দিবো,
জলদি রিপ্লাই দাও, ইতি তোমার মশা।

আকাশ জুড়ে তারার মেলা আর চাঁদের খেলায় ভুলা মন,
মন চাইছে খুশি থাকুক আমার আপনজন।
নীল রঙের আকাশ এখন দেখা যাচ্ছে কালো,
আমি আছি বিন্দাস আর তোমরাও থেকো ভালো।
~গুড নাইট~
বলবো না তোমায় আজ, রাতের পাখি হতে,
বলবো না তোমায় আজ, স্বপ্ন ছায়ায় পদ্ম পাতায় ভাসতে।
তুমি কি শুনবে, আমি যা বলবো।
আমি শুধু বলবো তোমায় শুভ রাত্রী।
Bengali Good Night Message

আজকের এই উত্তাল রাতে, আকাশের পানে তাকিয়ে,
চাঁদের সৌন্দর্য দেখে, মনকে শান্ত রাখার চেষ্টা করে,
তোমাদের সকলকে জানায় শুভরাত্রী।
নতুন আলোর টানে,
sনতুন দিনে চলতে হবে
নতুন পথের যাত্রী,
ক্লান্ত কণ্ঠে তাইতো জানায়
তোমায় শুভ রাত্রী।
Good Night Bengali SMS

shubh ratri photo
দিনের শেষে রাত্রি হলো
এবার বন্ধু ঘুমিয়ে পর,
ঘুমের দেশের পরশ মনি,
কাকে এখন ঘুম পারবি,
আমার বন্ধু একা আছে,
ঘুম আসছে না তোর চোখে,
তাকে গিয়ে ঘুম পারাবি
নইলে তোর সঙ্গে আড়ি।
যদি পৃথিবীর সব রং মিশে গিয়ে,
কালো হয়ে যায় তুমি রঙিন থাকবে,
কারণ চোখ বন্ধ করলে তোমায়
রাজকন্যার মতো দেখায়।
~শুভরাত্রী~

রাত মানে গভীর নেশা, স্বপ্ন দেখার আশা।
sরাত মানে লুকিয়ে থাকা উষ্ণ ভালবাসা।
রাত মানে চোখটি বুজে স্মৃতির মোড়ক খোলা।
aরাত মানে তোমাদের আমার শুভ রাত্রি বলা।
চাঁদের আলো ঝিমিয়ে গেছে, ঝিঝিপোকাও চুপ।
আমি তোমায় এখনো বন্ধু মিস করছি খুব।
রাতের আঁধার ঘন কালো, এবার যান ঘুমোতে চলো।
Good Night Bengali SMS

চোখ দুটি বুজে ফেলো অনেক হলো রাত,
কালকে আবার চোখ মেলে দেখবো সুপ্রভাত,
সারারাত ঘুমের মাঝে স্বপ্ন দেখো খুব,
অনেক রাত হলো এবার দাও ঘুম সাগরে ডুব ।
শুভ রাত্রি
সকাল গেলো দুপুর গেলো, বিকেল শেষে সন্ধ্যা গেলো,
এখন গভীর রাত্রি, বন্ধু বিদায় জানাই, জানাই শুভ রাত্রি,
গভীর ঘুমে স্বপ্ন লোকে, হয় যেন মিষ্টি,
নতুন প্রভাতের সন্নিকটে জানাই শুভ রাত্রি ।
Bengali Good Night Message

bangla good night
তোমার জন্য রাত আমার ভোর হতে চায়,
sতোমার জন্য মন আমার পিছু ফিরে চায়।
তোমার জন্য দু এক ফোটা অঝোর শ্রাবন ঝরে।
সকাল বিকাল তোমার কথা ভীষণ মনে পরে।
~শুভ রাত্রী ~
জোসনা ভরা চাঁদের আলো, বন্ধু তুমি থেকো ভালো,
রাত্রি এবার অনেক হলো, ঘুম আমায় জানিয়ে দিলো ।
~শুভরাত্রি~
Good Night Bangla SMS

একটা দিন হারিয়ে গেলো রাত্রী আসবে বলে,
sএকটা পাখি ডাকছে আপন সুরে নীড়ে ফিরবে বলে।
একটা সূর্য হারিয়ে গেলো চাঁদ উঠবে বলে,
আমি আজ জেগে আছি তোমাকে শুভ রাত্রি বলবো বলে।
জানালার কাছে যাও দেখো,
কেও একজন তোমার হাসি মুখটা দেখবে বলে বসে আছে,
ভাবছো কি? ” চাঁদ ” কারণ ওকে আমি
তোমাকে গুড নাইট উইশ করতে পাঠিয়েছি।

পাগলী আমার ঘুমিয়ে পড়েছে,
মুঠোফোন তাই শান্ত,আমি রাত
জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত।
এই কথা যদি সে শুনতো ?
শুভ রাত্রি।
আকাশ এখানে অসীম নীলডানা মেলে উড়ে যায়,
স্বপ্নের গাংচিল স্নিগ্ধ সকাল তার প্রতীক্ষায়।
ক্লান্ত দুপুর তোমাকে দাঁড়ায় এই দিগন্ত,
চোখের সীমানায় কি ডাকে নিঃশ্চুপ গভীর মায়ায়।
গুড নাইট।
বাংলা সাইরি
সারাদিন অনেককেই দেখতে পায়,
কিন্তু রাতে শুধু তোমাকেই দেখতে চাই।
~শুভরাত্রী~
বলো তো কোন সে বীর গান গাই মারে তীর,
জানতাম পারবেনা, মশা মেরে ঘুমিয়ে পর।
~শুভরাত্রি~
লাগে যখন খুব একা, চাঁদ হয়ে দিবো দেখা,
মনটা যখন থাকবে খারাপ,
স্বপ্নে গিয়ে করবো আলাপ,
কষ্ট যখন মন আকাশে, তারা হয়ে জ্বলবো পশে।
~শুভ রাত্রী~
Good Night Bengali SMS
রাত বলছে সে আমাকে ভীষণ ভালোবাসে,
তুমি স্বপ্ন দেখবে বলে দিনের শেষে এসে,
ঘুম পারবে বলে তোমায় মাথায় বুলিয়ে হাত,
এবার তবে ঘুমিয়ে পর জানায় শুভ রাত।
নীরব রাতে ঘুম পরীরা হাসছে মিটি মিটি,
মনে রেখো আমার এই বন্ধুর চিঠি,
বন্ধু তোমায় দেখতে আমার মনটা দিলো পারি,
এবার তবে ঘুমিয়ে পর না ঘুমালে পরী।
শুভরাত্রি।
শুভ রাত্রি
হালকা মেঘের পাখনা,
ভুলিয়ে দিয়ে ভাবনা,
একটি দুষ্ট চাঁদ জানায় তোমায়,
হচ্ছে গভীর রাত,
ওহে স্বপ্নের যাত্রী
জানায় তোমায় আমি মিষ্টি।
শুভ রাত্রি।
Good Night Bengali SMS
রাত শুধু আঁধার নয়, একটুখানি আলো,
রাত শুধু খারাপ নয়, স্বপ্নগুলো ভালো,
তাই ঘুমিয়ে পর, ভালো থেকো।
~শুভরাত্রি~
নাই বা মনে করলে আমায়,
নাই বা নিলে খোঁজ,
শুভ রাত্রিটা তবুও আমি,
দিয়ে যাবাে রােজ”
ফুলের মতো সুন্দর তুমি সুন্দর তোমার মন
হাজার রঙিন স্বপ্নে ভরে উঠুক তোমার জীবন।
” গুড নাইট আগামী দিনের জন্য শুছেচ্ছা রইলো”
Good Night Bengali SMS
রাত আসে তারা নিয়ে ঘুম আসে স্বপ্ন নিয়ে
আগামীকালের সকাল তোমার জন্য যেন
অনেক খুশি নিয়ে আসে এই কামনা করি।”
সময় পেলে খোঁজ নেওয়াটা হলো প্রেম সময়
বার করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা
“গুড নাইট ভালো থেকো।”
রাতের মাঝে লুকিয়ে থাকে অনেকখানি আশা
শুভরাত্রি বলে তোমায় জানাই ভালোবাসা।
“গুড নাইট প্রিয় “
Good Night Bengali SMS
নাই বা মনে করলে আমায় নাই বা নিলে
খোঁজ শুভ রাত্রি টা তবুও আমি দিয়ে যাবো রোজ”
পাগলী আমার ঘুমিয়ে পড়েছে,
মুঠোফোন তাই শান্ত,
আমি রাত জেগে দিচ্ছি পাহারা
মুঠোফোনের এই প্রান্ত।
এই কথা যদি সে শুনতো?
শুভ রাত্রি
আজ রাতে কি আসবো
একটু রোমাঞ্চ করতে?
আজ মুড ভালো আছে,
শুধু কিছু মিষ্টি কামড় দিবো,
জলদি রিপ্লাই দাও,
ইতি তোমার মশা।
Good Night
Good Night Bengali SMS
বলবো না তোমায় আজ,
রাতের পাখি হতে,
বলবো না তোমায় আজ,
স্বপ্ন ছায়ায় পদ্ম পাতায় ভাসতে।
তুমি কি শুনবে,
আমি যা বলবো।
আমি শুধু বলবো তোমায়
শুভ রাত্রি
হালকা হালকা শীতের মিষ্টি রাতে
তোমায় জানায় শুভ রাত্রির শুভেচ্ছা
সময়টা তাকেই দিও যে সময়ের মূল্য বোঝে,
আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে!
Good Night Bengali SMS
জীবনে ঝড় আসে আপনাকে বিধ্বস্ত করতে নয়,
আপনার সুপ্ত শক্তিকে জাগিয়ে দিতে। ” শুভ রাত্রি”
জীবনটাকে আরো সহজ করে তুলতে পারবে
যখন তুমি Expect করা বন্ধ করে
Accept করা শিখে যাবে “গুড নাইট “
রাতে এক লোক কে
মসা কামড়াচ্ছে,
লোকটা বিষ খেয়ে বললো
রক্তে বিষ মিশে গেছে,
এবার কামড়া,
তুমি কিন্তু এটা করো না!
Good Night
Good Night Bengali SMS
আজ রাতে তুমি ঝাল ঝাল
স্বপ্ন দেখো,
কারন রোজ মিষ্টি স্বপ্ন দেখা
শরিরের জন্য ভালো নয়!!
Good Night
এই তোমার জন্য একটা
গিফট আছে,
তুমি কি নেবে?
ওকে দিচ্ছি!
কিন্তু আগে তুমি ঘুমাও।
কারন আমার গিফট টা
হলো মিষ্টি একটি স্বপ্ন।
Good Night
একটা দিন হারিয়ে গেলো
রাত্রী আসবে বলে,
একটা পাখি ডাকছে আপন
সুরে নীড়ে ফিরবে বলে।
একটা সূর্য হারিয়ে গেলো
চাঁদ উঠবে বলে,
আমি আজ জেগে আছি
তোমাকে শুভ রাত্রি
বলবো বলে।
শুভ রাত্রি
Good Night Bengali SMS
জানালার কাছে গিয়ে দেখো,
কেও একজন তোমার হাঁসি
মুখটা দেখবে বলে বসে আছে,
কি ভাবছো?
চাঁদ বসে আছে…
কারণ ওকে আমি
তোমাকে গুড নাইট উইশ
করতে পাঠিয়েছি।
Good Night
মিষ্টি তারা মুছকি হাঁসে,
জোনাকিরা উড়ছে গাছে,
চাঁদ মামা ঝিমিয়ে আলো,
বলছে তোমায় চোখ টা মেলো,
না ঘুমালে ঘুমের পরি,
স্বপ্ন তোমার করবে চুরি।
শুভ রাত্রি
রাত জাগা পাখি হয়ে
যার কথা ভাবি,
এই মনে একা একা তার
ছবি আঁকি ,
জোস্নার নীল আলো তার
চোখে ভাসে,
বন্ধু হয়ে থেকো তুমি
চিরদিন পাশে।
শুভ রাত্রি
Good Night Bengali SMS
ছোট ছোট স্বপ্ন দেখো
মনের মানুষ নিয়ে,
রাতের আকাশে ভেসে যেও
খুশীর গান গেয়ে,
যে তারাটা দেখবে তুমি
সব চাইতে ব্রাইট,
আমার হয়ে সে তোমাকে
বলবে গুড নাইট।
শুভ রাত্রি
কোন ব্যাপার না আকাশ
নীল বা কালো,
কোন ব্যাপার না আঁধার
থাক বা আলো,
কোন ব্যাপার না দিনটা
আমার কেমন গেলো,
শুধু বন্ধু তুমি থেকো ভালো।
শুভ রাত্রি
shuvo ratri sms
জ্যোৎস্না ভরা চাঁদের আলো,
বন্ধু তুমি থেকো ভালো,
রাত্রি এবার অনেক হলো,
ঘুম আমায় জানিয়ে দিলো।
শুভ রাত্রি
good night shayari bangla
রাতের পাখিরা পাখনা মেলে,
ডাকছে তোমায় মিষ্টি সুরে,
উঁকি দিয়ে চাঁদের আলো,
বলছে তোমায় রাত্রি হলো,
আকাশ দেশের নীল পরিরা,
বলছে এবার ঘুমিয়ে পড়।”
suvo ratri sms in bengali
মিষ্টি মিষ্টি রাত,
আকাশে নেই চাঁদ
মেঘে ঢাকা আকাশ,
ঠাণ্ডা ঠাণ্ডা বাতাস
ঘুমিয়ে গেছে পাখি,
মিটি মিটি আলো দেয় জোনাকি।
তোমাকে জানাই
শুভ রাত্রি
good night bengali shayari
রাতের গায়ে তারার বাড়ি,
চাঁদটা ছিলাে আমার ঘুড়ি,
গল্প শুনি ঠাকুমার কাছে,
ভুতের বাড়ি তেতুল গাছে,
ভয়ে ভয়ে ঘুমিয়ে পড়ি,
স্বপ্ন দেখি দুচোখ ভরে”
good night message bangla
চলাে যাই ঘুমের দেশে,
সুন্দর একটা ঘুমের সাথে,
মিষ্টি কিছু স্বপ্ন আসুক দুচোখ জুড়ে।
শুভ রাত্রি
good night poem in bengali
{গুড নাইট বাংলা সাইরি}
রাত মানে গভীর নেশা,
স্বপ্ন দেখার আশা,
রাত মানে লুকিয়ে থাকা
উষ্ণ ভালােবাসা।
রাত মানে চোখটি বুজে স্মৃতির
মােড়ক খোলা,
রাত মানে
তোমায় আমার শুভ রাত্রি বলা”
মেঘলা আকাশ বইছে বাতাস
আবছা চাদের আলাে রাত হয়েছে
ঘুমিয়ে পর স্বপ্ন দেখাে ভালাে
শুভ রাত্রি
তুমি আমার নীল আকাশ
আমি তােমার তারা,
সুখ দুঃখ হাঁসি দিয়ে
জীবন মােদের ভরা,
আঁধার কালাে আকাশ কোনে
তুমি আমার ঊষা,
হৃদয় মাঝে
আছাে তুমি আমার ভালােবাসা।
শুভ রাত্রি
Good Night Bengali SMS
যদি মন কাঁদে আমি আসবাে
বর্ষা হয়ে,
যদি মন হাসে আমি
আসবাে রােদূর হয়ে,
যদি মন ওড়ে
আমি আসবাে পাখি হয়ে,
যদি মন খোঁজে
আমি আসবাে বন্ধু হয়ে
শুভ রাত্রি
লাগবে যখন খুব একা,
চাঁদ হয়ে দেব দেখা।
মনটা যখন থাকবে খারাফ,
স্বপ্নে গিয়ে করবাে আলাপ।
কষ্ট যখন মন আকাশে,
তারা হয়ে জ্বলবাে পাশে।
শুভ রাত্রি
রাত আসে তারা নিয়ে,
ঘুম আসে স্বপ্ন নিয়ে,
আগামীকালের সকাল যেন
তোমার জন্য অনেক
খুশি নিয়ে আসে এই কামনা করি।”
Good Night Bengali SMS
দিন মিস করে চাঁদকে,
রাত মিস করে সুর্যকে,
বাগান মিস করে ফুলকে আর,
আমি মিস করি তােমাকে
শুভ রাত্রি
আমি মেঘ তুমি আকাশ,
আমি ফুল তুমি সুভাস,
আমি কবি তুমি তুমি কবিতা,
আমি সূর তুমি গান,
আমি দিন তুমি রবি,
আমি রাত তুমি চাঁদ।
শুভ রাত্রি
good night bangla shayari
নিরব রাতের তারার হাসি
মিষ্টি হাওয়া বাজায় বাঁশি
চাদের আলাে ঝিলমিলিয়ে
আসছে নিশি খিলখিলিয়ে
ইচ্ছে আমার দিলাম লিখে
স্বপ্ন আসুক তােমার চোখে”
good night shayari in benga
গভীর রাত হলাে এখন
ঘুমােতে যাই।
আবার কথা
হবে প্রত্যুষের প্রথম প্রভায়।”
bangla good night kobita
মিস্টি তারা মুচকি হাসে,
জোনাকিরা উড়ছে গাছে,
চাঁদমামা ঝিমিয়ে গেলাে,
তাই বলি তুমি ঘুমিয়ে পড়াে
শুভ রাত্রি
রাতের বেলায় Moon এর
আলোয় ঝিকিমিকি Sky,
তারারা সব Tired হয়ে শুধুই
তােলে হাই, গােপন মনের সব
ইচ্ছা দিলাম আমি লিখে
ফুলের মতাে স্বপ্ন আসুক,
Sleepy দুটি চোখে।”
আকাশে ছিল ১০০০ তারা
সূর্য দিল আলাের ধারা সন্ধে
হলাে চাঁদের সাথী নিভিয়ে
দিলাম আলাের বাতি এই
দিয়ে জানাই
শুভ রাত্রি
Good Night Bengali SMS
চাঁদের আলো ঝিমিয়ে গেছে,
ঝিঁঝিঁ পোকারাও চুপ,
আমি তোমায় এখন
মিস করছি খুব,
রাতের আঁধার ঘন কালো,
এবার প্রিয়া ঘুমাতে চল।
শুভ রাত্রি
নিরব নিস্তব্ধ এই রাতে,
আমি জেগে আছি ঐ জোনাক
পোকার সাথে।
দেখছি আমি ঐ দূর
আকাশের চাঁদ,
এই ভাবে কেটে যায়
আমার দুঃখ ভরা রাত।
Good Night
সবার চোখে ঘুম এখন
নীরব রাত,
আমার চোখে ঘুম নেই কেনো
বলতে পারো ?
কোন শুখের আসায় আমার
এই রাত জাগা?
কেনো মন আজ দিশে-হারা।
Good Night
যদি চাদে না থাকে কলঙ্ক,
মনে যদি না থাকে বেথা,
তোমার বাড়ি যদি হতো কাছে
আমি রোজ বলতে
আসতাম একটা কথা।
Good Night
দিন নিভলো রাত্রি হলো
আকাশ হলো কালো,
এক ফালি চাঁদ হাঁসছে
দেখতে কতো ভালো,
রাত তো দেখি অনেক হলো
যাও গো সুতে যাও,
এসেছি আমি পাহারা দিতে
নিশ্চিন্তে ঘুমাও।
শুভ রাত্রি
Good Night Bengali SMS
চোখ তুমি বুঝিয়ে ফেলো
অনেক হলো রাত,
কালকে আবার দেখবো
নতুন সুপ্রভাত,
সারারাত ঘুমের মাঝে
স্বপ্ন দেখো খুব,
অনেক হলো রাত এবার দাও
ঘুমের সাগরে ডুব।
শুভ রাত্রি
ভরের আলো উঠবে ফুটে
রাতের অবসানে,
তোমায় আবার জাগতে হবে নতুন
আলোর টানে,
নতুন দিনে চলতে হবে নতুন
পথের যাত্রী,
ক্লান্ত ক্ষনে তাইতো জানাই
শুভ রাত্রি
রাত মানে গভীর নেশা, স্বপ্ন দেখার আশা, রাত মানে লুকিয়ে থাকা, উষ্ণ ভালোবাসা, রাত মানে চোখটি বুজে, সৃতির মোড়ক খোলা, রাত মানে তোমায় আমার ‘শুভ রাত্রি’ বলা ।
সকাল শেষ হলো নিরিবিলিতে দুপুর শেষ হলো ক্লান্তিতে বিকেল শেষ হলো নীরবতায় রাত্রি শুরু হলো তারা ও চাঁদের খেলায় তোমার রাতের সময় টা কাটুক স্বপ্নে ঘেরা । শুভ রাত্রি
Good Night Bengali SMS
রাত মানে গভীর নেশা, স্বপ্ন দেখার আশা রাত মানে লুকিয়ে থাকা উষ্ণ ভালোবাসা রাত মানে চোখটি বুজে সৃতির মোড়ক খোলা রাত মানে তোমায় আমার শুভ রাত্রি বলা ।
ঝিকিমিকি তারা ঐযে দূরে ডাকছে তোমায় মিষ্টি সুরে উঁকি দিয়ে চাঁদের আলো বলছে তোমায় রাত্রি হলো আকাশ দেশের নীল পরিরা বলছে এবার ঘুমিয়ে পড় শুভ রাত্রি
রাতের পাখিরা পাখনা মেলে, ডাকছে তোমায় মিষ্টি সুরে, উঁকি দিয়ে চাঁদের আলো, বলছে তোমায় রাত্রি হলো, আকাশ দেশের নীল পরিরা, বলছে এবার ঘুমিয়ে পড়। শুভ রাত্রি
Good Night Bengali SMS
চোখ দুটি বুজে ফেলো অনেক হলো রাত, কালকে আবার চোখ মেলে দেখবো সুপ্রভাত, সারারাত ঘুমের মাঝে স্বপ্ন দেখো খুব, অনেক রাত হলো এবার দাও ঘুম সাগরে ডুব । শুভ রাত্রি
সকাল গেলো দুপুর গেলো, বিকেল শেষে সন্ধ্যা গেলো, এখন গভীর রাত্রি, বন্ধু বিদায় জানাই, জানাই শুভ রাত্রি, গভীর ঘুমে স্বপ্ন লোকে, হয় যেন মিষ্টি, নতুন প্রভাতের সন্নিকটে জানাই শুভ রাত্রি ।
রাতের তারা তাকিয়ে দেখো আকাশ পানে ভাসে সত্যিকারের বন্ধু পেলে মনে খুশী আসে রাত জাগা এক পাখি জানি আমার পথের যাত্রী সময় হলো তাইতো এবার জানাই শুভ রাত্রি ।
Good Night Bengali SMS
রাত শুধু আধার নয় একটু খানি আলো রাত শুধু খারাফ নয়, স্বপ্ন গুলো ভালো তাই ঘুমিয়ে পড়ো, ভালো থেকো । গুড নাইট
মিষ্টি মিষ্টি রাত, আকাশে নেই চাঁদ মেঘে ঢাকা আকাশ, ঠাণ্ডা ঠাণ্ডা বাতাস ঘুমিয়ে গেছে পাখি, মিটি মিটি আলো দেয় জোনাকি । তোমাকে জানাই শুভ রাত্রি
জ্যোৎস্না ভরা চাঁদের আলো, বন্ধু তুমি থেকো ভালো, রাত্রি এবার অনেক হলো, ঘুম আমায় জানিয়ে দিলো । গুড নাইট
Good Night Bengali SMS | Good Night Bengali SMS Images | Good Night Bengali SMS Status