Here are the new updated Collection Birthday Wishes in Bengali, Birthday Wish In Bangla, বার্থডে উইশ ফর.
- happy birthday wish bangla
- Bengali Birthday Wishes
- Bangla Birthday Kobita And Poem
- Birthday Wishes in Bengali Images
Birthday Wishes in Bengali
তোমার জন্য প্রার্থনা করি ১২ মাস আনন্দ,
৫২ সপ্তাহ খুশি, ৩৬৫ দিন সাফল্য,
৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য এবং ৫২৬০০ মিনিট সৌভাগ্য।
শুভ জন্মদিন
আল্লাহ আমাদের দিয়েছেন সবচেয়ে বড় উপহার আমাদের জীবন!
এখন আমাদের ব্যবহার ও কর্মের উপর নির্ভর করছে
যে আমরা নিজেদেরকে ভালো থাকার উপহারটা দিতে চাই কিনা।
শুভ জন্মদিন
আল্লাহ করুন প্রতিটি বছর তোমার জীবনে খুশি নিয়ে আসুক,
জীবনের প্রতিটি মুহূর্ত নতুন আনন্দের উপহার নিয়ে আসুক,
পরীক্ষা যেন আসুক তোমার জীবনে,
প্রতিটি পরীক্ষা শুধুই সাফল্য নিয়ে আসুক!
শুভ জন্মদিন

Read More: Bengali Caption
জন্মদিনের উষ্ণ অভিনন্দন
জানাই আমার জানা সুন্দর মানুষটিকে,
তোমার একটা হাসিতে আলোকিতো হয় চারিদিকে,
অনেক ভালোবাসা রইলো তোমার জন্য!
তোমার জন্য প্রার্থনা করি ১২ মাস আনন্দ,
৫২ সপ্তাহ খুশি, ৩৬৫ দিন সাফল্য,
৮৭৬০ ঘণ্টা সুস্বাস্থ্য এবং ৫২৬০০ মিনিট সৌভাগ্য।
শুভ জন্মদিন
আল্লাহ আমাদের দিয়েছেন সবচেয়ে বড় উপহার আমাদের জীবন!
এখন আমাদের ব্যবহার ও কর্মের উপর নির্ভর করছে
যে আমরা নিজেদেরকে ভালো থাকার উপহারটা দিতে চাই কিনা।
শুভ জন্মদিন

আল্লাহ করুন প্রতিটি বছর তোমার জীবনে খুশি নিয়ে আসুক,
জীবনের প্রতিটি মুহূর্ত নতুন আনন্দের উপহার নিয়ে আসুক,
পরীক্ষা যেন আসুক তোমার জীবনে,
প্রতিটি পরীক্ষা শুধুই সাফল্য নিয়ে আসুক!
শুভ জন্মদিন
জন্মদিনের শুভেচ্ছা, পৃথিবীর ভালোবাসা,
পৌঁছবে তোমার কাছে, আমার এই আশা,
এই কবিতা পরে তুমি হাসবে হয়তো,
কে বা জানে উদ্দেশ্য সফল হবে,
যদি এই মেসেজ একটু হাসি তোমার মুখে আনে।
মুছে দিও পুরোনো বেদনা, খুলে দিও মনেরই জানালা,
ভুলে যাও বেথার দিনগুলি, মুছে ফেলো চোখের পানি,
ঝরে যাক দুঃখ দুর্দশা, মনে জাগাও সব নতুন নতুন আশা।
শুভ জন্মদিন

জন্মদিনে কামনা করি
আপনার এই জন্মদিনে
ঈশ্বর যেন আপনাকে
অনেক অনেক আশীর্বাদ করেন।
শুভ জন্মদিন
আজকের দিনটি যেন তোমার খুব মজা করে কাটুক,
এবং আগামী দিন গুলোও যেন সুখের হয়।
শুভ জন্মদিন
জীবনের এই সুন্দর দিনটাকে
পরিবার, বন্ধু -বান্ধব ও প্রিয়জনদের সাথে মজা
করে কাটাও।
জন্মদিনের শুভেচ্ছা নিও

Read More: Bengali Quotes
শুভ জন্মদিন!
শুভ হোক তোর আগামী দিন।
তোর এই মুখের হাসি যেন সারাজিবন এমনি থাকুক!
বন্ধু তোমার মনের সকল
আশা পূরন হোক এই জন্মদিনে।
অভিনন্দন জানায় তোমায়
এমন খুশির শুভক্ষণে।”
প্রতিদিনই জন্মদিনের মত
আনন্দে পরিপূর্ণ থাকুক!
আজকের দিনটাকে প্রানখুলে
উপভোগ কর।
শুভ জন্মদিন

শুভ জন্মদিন
ধূসর কালো এই দুনিয়ায়,
রঙ্গীন হোক তোর
আগামীর পথ চলা।
আবারো শুভ জন্মদিন জানাই তোকে।
জন্মদিনের উষ্ণ অভিনন্দন জানাই,
আমার জানা সবথেকে উজ্জ্বল ও মজার মানুষটিকে।
তোর একটা হাসিতে আলোকিত হয়ে ওঠে চারিদিক।
অনেক অনেক ভালবাসা ভালোবাসা রইলো তোর জন্যে।
সব তর্কাতর্কি ও ভুল বোঝাবুঝির
সত্বেও তুইই আমার
জীবনের প্রিয়তম মানুষ।
Happy Birthday My Dear Friend

আজ তোমার জন্মদিন,
জীবন হোক তোমার রঙিন,
সুখ যেন না হয় বিলীন,
দুঃখ যেন না আসে কোনো দিন।
শুভ জন্মদিন
আরো একটি বছর করলে তুমি পার,
সুস্থ থাকো, ভালো থাকো,
এই কামনা করি বার বার।
শুভ জন্মদিন
আজকের এই দিনে আশা রাখি জীবনের আনন্দ
যাত্রায় কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না।
জন্মদিনের শুভেচ্ছা নিও।

এই বারেতে একটু খানি,
কাটিয়ে ঘুমের রেশ,
চোখটি মেলে চেয়ে দেখো,
আরো একটি বছর শেষ।
শুভ জন্মদিন
আমি কৃতজ্ঞ এই দিনের প্রতি,
কারন আজকের এই দিনেতে তুমি জন্মেছিলে,
এই দিনে আমি আমার জীবনের সবচেয়ে খুশি ছিলাম।
শুভ জন্মদিন
আজ বাতাসে সুগন্ধিত স্নিগ্ধতা,
পাখিরা সারি সারি গাইছে গান,
প্রকৃতি হেলে দুলে হয়েছে রঙিন,
ফুলেরা সব ফুটেছে বাগানে বাগানে,
আজ আমার প্রিয়ার জন্মদিন।
শুভ জন্মদিন

কারো স্যাটারডে প্রিয়দিন,
কারো সানডে,
আমার শুধু প্রিয় একটা দিন,
তোমার জন্মদিন।
আল্লাহর আশীর্বাদে তোমার প্রতিটি দিন কাটুক
নতুন নতুন সুখের আতিশয্যে.
আর তোমার চারিপাশে ছড়িয়ে থাকুক
খুশির নানান আভাস।
শুভ জন্মদিন
অভিমানের মেঘ ভাসিয়ে দাও অনেক দুরে,
মন খারাপের দিনটা তোমার না আসুক ফিরে,
দুঃখগুলো দাও উড়িয়ে ওই আকাশের নীড়ে,
অসীম সুখ বয়ে আসুক
তোমার জীবন জুড়ে।
শুভ জন্মদিন

সাগরের ঢেউ ফুলের সুগন্ধ,
রাতের তারারা সবাই জড়ো
হয়েছে তোকে একসাথে বলতে।
শুভ জন্মদিন
তোর জন্য ভালোবাসা, লক্ষ গোলাপ জুঁই,
হাজার লোকের লোকের ভিড়ে আমার,
থাকবি হৃদয়ে তুই।
শুভ জন্মদিন
দিনের শেষে বলছি বটে শুভ জন্মদিন,
কিন্তু তোমার কথা শুধু ভাবছি সারাদিন।
শুভ জন্মদিন

আজকের এই বিশেষ দিনে হয়ে ওঠো আরো নবীন,
ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন।
বছর বছর আসে ফিরে শুভ জন্মদিন,
হাসি খুশির রঙিন ছোয়া গিফট এর দিন।
আশা রাখি জীবনের আনন্দ যাত্রায়
কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না.
জন্মদিনের শুভেচ্ছা নিও।
শুভ জন্মদিন

সবাই ফুল দিয়ে উইশ করবে,
আমি না হয় হৃদয় দিয়ে করবো।
কেউ মুখে বলবে আবার কেউ গিফট দিবে,
আমি না হয় এস এম এস দিয়ে বললাম।
আজকের এই দিনে সবকিছু হউক নতুন করে,
সুখের স্মৃতিটুক থাক কাছে দু:খ গুলো যাক দুরে।
জড়া জীর্ণ অতীতটাকে রেখোনা আর মনে,
নব উদ্দমে কাজ করো নতুন এই দিনে।
শুভ শুভ শুভ দিন, আজ তোমার জন্মদিন।
মুখে তোমার দীপ্ত হাসি, ফুল ফুটেছে রাশি রাশি।
হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে,
তেমনি করে বন্ধু তোমার,
জীবন যেন সুখের সাগরে ভাসে।

স্বপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক।
দু:খ গুলো দূরে যাক, সুখে জীবনটা ভরে যাক।
জীবনটা হোক ধন্য, শুভ কামনা তোমাদের জন্য।
শুভ জন্মদিন
রাত যায় দিন আসে,
মাস যায় বছর আসে,
সবাই আশায় থাকে একটি সুদিনের,
আমি আশায় থাকি তোমার জন্মদিনের।
শুভ জন্মদিন
আজকের এই রাত তোমার জন্য ডেকে
আনুক সুখময় নতুন এক প্রভাত,
আজকের এই দিন তোমার জন্য হোক কষ্টহীন,
আজকের এই সময়টা সুধু তোমার জন্য
আর তো কারো নয় জানায় শুভ জন্মদিন,
তোমার জন্যে আজ পৃথিবীটা হয়ে যাক রঙিন!
শুভ জন্মদিন

মিষ্টি আলোর ঝিকিমিকি সবুজ গাছে গাছে,
স্নিগ্ধ হাওয়ায় দুলিয়ে মাথা ফুলের কলি হাসে,
পাখির গান পরিবেশের মায়াবী এক দয়া,
পেয়েছে ওরা তোমার সবুজ জন্মদিনের ছোয়া।
শুভ জন্মদিন
আমি কৃতজ্ঞ এই দিনটার প্রতি !
কারণ আজকের দিনটায় তুমি জন্মেছিলে,
যার মতো ভালো বন্ধু ও মানুষ
আমি জীবনে কমই পেয়েছি।
শুভ জন্মদিন
আজ তোমার জন্মদিন ,কি দেবো বলো উপহার ?
হৃদয় ছাড়া দেবার মত কিছু নেই তো আমার ,
আজ জন্মদিনে তোমার, এই গান দিলাম উপহার ।
শুভ জন্মদিন

কোন রাজার সিংহাসন থেকে নয়
নয় কোন হিমালয়ের পাদদেশ থেকে
৭ সমুদ্র ১৩ নদীর অপার থেকে নয়
আমার হৃদয়ের ছোট্ট কুটির থেকে জানাই.
শুভ জন্মদিন
জন্মদিনে কি বা দেবো তোমায় উপহার
বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও পেয়ার.
শুভ জন্মদিন
আজকের দিনটা ভরে উঠুক ভালবাসা আর উৎসাহে,
আশা করছি সব প্রিয়জনেরা পাশেই আছে।
জীবনে আরো উন্নতি, সৌভাগ্য,
ঐশ্বর্য আসুক এই কামনাই করি।
শুভ জন্মদিন

জন্মদিনে কিবা দিবো তোমায় উপহার
বাংলায় নাও ভালোবাসা,
হিন্দিতে নাও পেয়ার।
শুভ জন্মদিন
মিষ্টি সোনা যেন ছোট্ট পড়ি,
জন্মদিনে বেশতো ভারী।
সুন্দর কাটুক সারাটাদিন।
মিষ্টি সোনার শুভ জন্মদিন।
দুঃখিত তোমার জীবন থেকে
আরো একটি বছর চলে গেল,
মৃত্যুর দিকে আরো একধাপ এগিয়ে গেলে।

এই দিনটা আসে যেন বারবার বারবার ফিরে,
যেন অনেক স্বপ্ন দেখতে পারি তোমায় আমি ঘিরে।
শুভ জন্মদিন
আজ জন্মদিনে তোমার দিনটা প্রচুর মজা,
আনন্দ ও সুন্দর মুহুর্তে ভরে উঠুক এই কামনাই করি।
আজকের এই দিনে সবকিছু হোক নতুন করে,
সুখের সৃতি টুকু থাক কাছে, দুঃখ গুলো যাক দূরে ।
(( শুভ জন্মদিন ))

খুশীর আকাশে পাল তুলে যেও চিরদিন
হাসি গানে শোধ হয়ে যাবে যত ঋণ
আলোর পরশে ভোর হয়ে এই রাত
কোনদিন চিঁড়ে দিওনা এই বন্ধুত্তের হাত
হ্যাপি বার্থডে
এই এসএমএস টায় ফ্যাট , কোলেস্টেরল,
নেশার দ্রব্য কিছুই নেই ..আছে শুধু অনেকটা মিষ্টি ,
এই মেসেজটার পাঠকের মতই মিষ্টি ..
জন্মদিনের মিষ্টি শুভেচ্ছা
জন্মদিনের উষ্ণ অভিনন্দন
জানাই আমার জানা সুন্দর মানুষটিকে,
তোমার একটা হাসিতে আলোকিতো হয় চারিদিকে,
অনেক ভালোবাসা রইলো তোমার জন্য!

Khushir Akase Pal Tule Jeo Chirodin,
Hasir Gane Sodh Hoye Jabe Joto Rin.
Alor Poroshe Vor Hoye Jabe Ei Rat,
Konodin Chere Diona Ei Bondhutter Hat. .
Happy Birthday
Read More: Good Morning Quotes In Bengali
খুশীর আকাশে পাল তুলে যেও চিরদিন
হাসি গানে শোধ হয়ে যাবে যত ঋণ
আলোর পরশে ভোর হয়ে এই রাত
কোনদিন চিঁড়ে দিওনা এই বন্ধুত্তের হাত
যাপি বার্থডে
সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক তোমার,
পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা,
বেঁচে থাকো হাজার বছর ধরে। শুভ জন্মদিন

আল্লাহর আশীর্বাদে তোমার প্রতিটি দিন কাটুক
নতুন নতুন সুখের আতিশয্যে.
আর তোমার চারিপাশে ছড়িয়ে থাকুক
খুশির নানান আভাস।
শুভ জন্মদিন
আজকেরই এই দিনে সবকিছু হউক নতুন করে,
সুখের স্মৃতিটুক থাক কাছে দু:খগুলো যাক দুরে।
জড়া জীর্ণ অতীতটাকে রেখোনা আর মনে নব
উদ্দমে কাজ করো নতুন এই দিনে।
অতীতের সব দুঃখজনক ঘটনাকে ভুলে যাও…
মন দাও বর্তমানের দিকে.. অনেক অনেক খুশির
জোয়ার আসুক তোমার জীবন জুড়ে…
শুভ জন্মদিন….

শুভ রজনী শুভ দিন
সামনে আসছে তোমার জন্মদিন
জন্মদিনে কি দেবো তোমায়,
এক তোড়া গোলাপ আর এক বুক
ভালোবাসা ছাড়া আর কিছু
নেই যে আমার !!!
আর একটা বছর এসে গেল,
বেড়ে যাবে আর একটা মোমবাতি,
কাল ও ছিলাম আজও আছি তোমার পথ চলায়,
প্রমিস করছি থাকবো সারাটা জীবন ! হ্যাপি বার্থডে!
আর একটা বছর এসে গেলো,
বেড়ে যাবে আর একটা মোমবাতি,
কাল ও ছিলাম আজ ও আছি,
তোমার জন্মদিনের সাথী।
শুভ জন্মদিন
আজকের এই দিনটির জন্য একটা বছর ধরে ওয়েট করছি,
কারন এই স্পেশাল দিনে সৃষ্টিকর্তা তোমাকে
পৃথিবীতে স্পেশাল করে আমার জন্য পাঠিয়েছে!

নতুন সকাল, নতুন দিন
নতুন করে শুরু, যা হয় না যেন শেষ.
জন্মদিনের অনেক শুভেচ্ছার সাথে
পাঠালাম তোমায় এই এস এম এস!
শুভ জন্মদিন
আমার জীবনের সেরা সময় তোমার
মত প্রাণবন্ত বন্ধুর সাথে বড় হওয়া
জীবনকে বর্ণময় করে তোলার জন্য ধন্যবাদ।
আজ তোমার জন্মদিন, কি দেব বল উপহার?
হৃদয় ছাড়া দেবার মতো কিছু নেই তো আমার।
আজ জন্মদিন তোমার, এই গান দিলাম উপহার।
যেদিন সূর্য উঠেনি, সেদিন ফুল ফোটেনি,
কারন জন্মদিন ছিল বলে।
দিনটা ছিল তোমার,আমার
মাঝে লুকিয়ে আছে সেই দিনটির স্মৃতি,
যা প্রতি বছর সাড়া জাগায় আমার মনে।

রাত পেরিয়ে আরেকটা দিন তাই তোমার জন্মদিন।
প্রকৃতি সেজেছে নতুন সাজে,
ফুল ফুটেছে রাশি আসি গাছে গাছে,
দোয়েল ময়না টিয়া ডাকছে আপন শুরে,
জন্মদিনের শুভেচ্ছা জানাবে বলে।
খুশীর আকাশে পাল তুলে যেও চিরদিন
হাসি গানে শোধ হয়ে যাবে যত ঋণ
আলোর পরশে ভোর হয়ে এই রাত
কোনদিন চিঁড়ে দিওনা এই বন্ধুত্তের হাত
শুভ জন্মদিন
শুভ রজনী শুভ দিন
সামনে আসছে তোমার জন্মদিন
জন্মদিনে কি দেবো তোমায়,
এক তোড়া গোলাপ আর এক বুক
ভালোবাসা ছাড়া আর কিছু
নেই যে আমার !
গ্রীষ্মের ফুলগুলি, বর্ষার অঞ্জলী,
শরতের গিতালী, হেমোন্তের মিতালী,
শীতের পিঠাফুলি, বসন্তের ফুলকলী,
এমনি করে ভরে থাক তোমার জীবনের দিনগুলি ।
শুভ জন্মদিন

সবাইতো ফুল দিয়ে উইশ করবে,
আমি না হয় হৃদয় দিয়ে করবো,
কেউ মুখে বলবে আবার কেউ গিফট দিবে,
আমি না হয় এসএমএস দিয়ে বললাম ।
শুভ জন্মদিন
জন্মদিনে শুভেচ্ছা নিও যদিও বিলম্বিত,
বার্থডে ট্রিট পেলে বৎস হবো বড় প্রীত।
শুভ জন্মদিন
জন্মদিন আসে যায়, সবাই আরো এক বছর বড় হয়ে যায়,
উপহার গুলো খোলা হয় ফেলে দেয়া হয়,
আমি চাই আমার এই শুভেচ্ছা আজীবন রয়ে যাই।
শুভ জন্মদিন
সুন্দর এই পৃথিবীতে সুন্দরতম জীবন হোক তোমার,
পূরণ হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা,
বেঁচে থাকো হাজার বছর ধরে।
শুভ জন্মদিন

আজ মেঘেদের মুখে হাসি বরষার লুকোচুরি
বৃষ্টিটা যেনো আজ লাগছে অনেক সুন্দরী
আজ আকাশটা উদাসী আনন্দের রঙ মিছিল
ধরণীর বুকে ছড়িয়ে পড়েছে খুশির সলিল
হ্যাপি বার্থডে
ইচ্ছে গুলো পূর্ণ্য হোক সুখের দোলায় দুলে
খুশি যত সঙ্গী হোক সর্বদা হেসো প্রাণ খুলে
পৃথিবীর শত ভুল আর বেদনা থাকুক আমার
শুভ হোক আনন্দের হোক জন্মদিন তোমার
শুভ জন্মদিন
আশা রাখি জীবনের আনন্দ যাত্রায়
কখনোই সত্যির পথ থেকে সরে যাবে না.
জন্মদিনের শুভেচ্ছা নিও।
শুভ জন্মদিন
দুঃখিত তোমার জীবন থেকে
আরো একটি বছর চলে গেল,
মৃত্যুর দিকে আরো একধাপ এগিয়ে গেলে।

বছর বছর আসে ফিরে শুভ জন্মদিন,
হাসি খুশির রঙিন ছোয়া গিফট এর দিন।
আপনারা লক্ষ লক্ষ মানুষের মধ্যে রয়েছেন
আপনি লক্ষ লক্ষের মাঝে প্রস্ফুটিত হতে থাকলেন।
তুমি হাজারের মাঝে আলোকিত।
আকাশ যেমন সূর্যের মাঝে থেকে যায়।
শুভ জন্মদিন
তোমার জন্য আকশের চাঁদ-তারা সব নিয়ে আসতে পারি,
তোমার জন্য সারা পৃথিবীকে ফুল দিয়ে ঢেকে দিতে
পারি যাতে তুমি যখনি হাঁটো, তোমার নরম পায়ে কাঁটা না ফোটে,
তোমার জন্য পৃথিবীর সমস্ত খুশি এনে দিতে পারি,
তোমার প্রতিটি দিন সুন্দর করে সাজাতে পারি,
তোমাকে আবার থেকে প্রেম নিবেদন করতে পারি।
তোমার জন্মদিনে (শুভ জন্মদিনের এসএমএস)
এটাই বলতে চাই যে তুমিই আমার জীবনের রানী।
উপহারে আমার হৃদয় দেবো নাকি দেবো চাঁদ-তারা
জন্মদিনে তোমায় কি দেবো ভেবেই হচ্ছি সারা
তোমার নামে যদি জীবনের বাজি রাখি তাহলে সেটাও মনে হয় কম
তোমার আঁচলে ভরে দিলাম পৃথিবীর সব আনন্দ।
জন্মদিনের শুভেচ্ছা বার্তা
(Subho Jonmodin)!

তোর জন্য একরাশ প্রেম, লক্ষ গোলাপ-জুই
পৃথিবীর এই ভিড়েও আমার মনে থাকবি তুইই
জন্মদিনে অনেক আদর, ভালোবাসা আর শুভেচ্ছা।’
রাত্রি শেষে সূর্য হাঁসে,
আলোয় ভরা দিন।
বারে বারে ফিরে আসুক
তোমার শুভ জন্মদিন।”
আনন্দ উল্লাসে কাটে
যেন তোমার প্রতিটি দিন,
শুভেচ্ছা জানাই আজ তোমার
শুভ জন্মদিন
বছর বছর আসে ফিরে
তোমার শুভ জন্মদিন,
হাঁসি খুশির রঙিন ছোয়া
গিফটের এই দিন।”

আজ তােমার জন্মদিন
এলাে খুশির শুভদিন।
সর্বদা থাকে যেনাে তােমার মন,
এমনি আনন্দে রঙিন।
Happy Birthday
জন্মদিনের শুভেচ্ছা,
প্রিতি ও ভালোবাসা,
পৌঁছাবে তোমার কাছে,
আমার শুধু এই আশা।
শুভ জন্মদিন
আসুক ফিরে এমন দিন
হোক না তোমার সব রঙিন
জনম জনমের তরে,
তোমার এই শুভ জন্মদিনে
বারে বারে পড়ছে মনে
যতই থাকি না দুরে।
রাজার আছে অনেক ধন, আমার আছে সুন্দর মন,
পাখির আছে ছোট্ট বাসা, আমার মনে একটি আসা,
দিবো তোমায় ভালোবাসা।
শুভ জন্মদিন

দারুন দিনটায় জানাই অভিনন্দন,
চলার পথে সৌভাগ্যবান থেকো,
আগামী জীবনটা আনন্দময় হোক এই আশা করি,
আজ দিনটা ভালোভাবে উপভোগ করো।
শুভ জন্মদিন
আজ ভোরের জানালায় সূর্যি মামা এসে
বলেগেলো শুভ সকাল
আজ রঙধনু হেঁসে হেঁসে চলে যায় দূর দেশে
রাঙিয়ে মনের দেয়াল
আজ সন্ধ্যা তারা গুলো জানিয়ে দিয়ে গেলো
হৃদয়ে তোমার খেয়াল
হ্যাপি বার্থডে
ফুলের মতো তুমি হাসতে থাকো সদা
পাখির মতো কলকাকলি করতে থাকো সদা
যা যা তুমি এ জীবনে চাও
তার সব যেন ঠিকঠাক পাও
জন্মদিনে এই কামনাই করি।
আজকের এই বিশেষ দিনে হয়ে ওঠো আরো নবীন,
ভালোবেসে জানাই তোমায় শুভ জন্মদিন।

আজ জন্মদিনে তোমার দিনটা প্রচুর মজা,
আনন্দ ও সুন্দর মুহুর্তে ভরে উঠুক এই কামনাই করি।
প্রতিদিন তোমার জীবনে আনন্দের মুহূর্ত হোক ডবল
মুছে যাক তোমার জীবনের সমস্ত ট্রাবল
ভগবান তোমাকে সবসময়ে রাখুন ফাইন অ্যান্ড ফিট
জন্মদিন কাটুক তোমার ওয়ান্ডারফুল আর হিট।
আসুক ফিরে এমন দিন হোক না তোমার
সব রঙিন জনম জনমের তরে, তোমার
এই শুভ জন্মদিনে বারে বারে পড়ছে মনে
যতই থাকি না দুরে।।
শুভ শুভ শুভ দিন
আজ তোমার জন্মদিন
মুখে তোমার দিপ্ত হাসি
ফুল ফুটেছে রাশি রাশি
হাজার ফুলের মাঝে-
গোলাপ যেমন হাঁসে,
তেমন করে বন্ধু তোমার
জীবন যেন সুখের সাগরে ভাসে ।

দারুন দিনটায় জানাই অভিনন্দন,
চলার পথে সৌভাগ্যবান থেকো,
আগামী জীবনটা আনন্দময় হোক এই আশা করি,
আজ দিনটা ভালোভাবে উপভোগ করো।
শুভ জন্মদিন
স্বপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক।
দু:খ গুলো দূরে যাক, সুখে জীবনটা ভরে যাক।
জীবনটা হোক ধন্য, শুভ কামনা তোমাদের জন্য।
শুভ জন্মদিন
এই বারেতে একটু খানি, কাটিয়ে ঘুমের রেশ ,
চোখটি মেলে চেয়ে দেখো, আরো একটি বছর শেষ।
শুভ জন্মদিন
স্বাশত এই জন্মদিন তোমার
স্বগত হোক বার বার
ধরণীর ম্লান অভ্র কুঞ্জে
রূপ রঙে করুক আবার
ধুয়ে যাক সব কষ্ট দুঃখ গ্লানি
তোমার হাসির ছোয়া লেগে
সুরভিত হোক সকল প্রাণী
শুভ জন্মদিন
স্বপ্ন গুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক।
দু:খ গুলো দূরে যাক, সুখে জীবনটা ভরে যাক।
জীবনটা হোক ধন্য, শুভ কামনা তোমাদের জন্য।
শুভ জন্মদিন
আশা রাখি জীবনের আনন্দযাত্রায় কখনোই
সত্যির পথ থেকে সরে যাবে না ..
জন্মদিনের শুভেচ্ছা নিও ..
শুভ শুভ শুভ দিন, আজ তোমার জন্মদিন।
মুখে তোমার দীপ্ত হাসি, ফুল ফুটেছে রাশি রাশি।
হাজার ফুলের মাঝে গোলাপ যেমন হাসে,
তেমনি করে বন্ধু তোমার, জীবন যেন সুখের সাগরে ভাসে।