Bengali Caption | বেস্ট বাংলা ক্যাপশন | FB, Instagram, Dp

Instagram, WhatsApp, Facebook captions should be easy to read and follow. No matter the length, your Instagram captions should grab attention and be easy to read. whenever we provide best some popular and most use Bengali caption for you.

Here, you’ll find 200+ Bangla Caption you can model or just copy-paste directly into your own Instagram posts. At the end of the list, we’ll also provide a few tips for writing effective Instagram captions of your own.

Bengali caption

মানুষের কিসের এত অহংকার
যার শুরু এক ফোঁটা রক্তে।
আর শেষ হল মৃত্তিকায়।

অন্ধকারে মানুষ একটু এল পেলে
জীবন ফায়ার পেতে চায়।
কিন্তু আমি তোমাকে চাই।

Perfect কাউকে চাই না
বিশ্বাস করা যায় এমন
এক জন হলেই হবে।

ভুল বুঝে কতো দিন
দূরে সরে থাকবে
কবে কাছে এসে বলো এ জ্বালা জুড়াবে

Bangla Caption (5)

যার সাথে কথা না বলে বেশিক্ষন
থাকা যায় না
দেখবেন তার সাথেই আপনার
বেশি ঝামেলা হবে।

যা পেয়েছো তা হারিয়ো না।
যা হারিয়েছো তা পেতে চেয়েওনা।
যা পায়নি
তা কখনো তোমার ছিলনা।

এক দিন আমার সব ছিল
আজ আমি ছাড়া আমার কেউ নেই।

কিছু চাই নি আমি
ভালোবাসা ছাড়া
আমিও তাদের দলে বার বার
মরে যায় যারা।

সেদিন ভোরে বুকের গভীরে
শুনেছি জমে থাকা নীল
বেদনারার কাঁদে।

আমি Just আমি অন্য কারো কাছে না হলেও
নিজের কাছে ভীষণ দামী

Read More: Best Bengali Quotes

bangla caption

অপেক্ষা সেই করে যে মন থেকে ভালোবাসতে পারে।

কথা দেয় অনেকেই কথা রাখে কজন
নিজের প্রয়োজন মিটলে বদলে যায় প্রিয়জন

সব সম্পর্কের পাসওয়ার্ড একটাই বিশ্বাস

যদি আস্তে আস্তে কমে যায় কথা আর গল্প
তবে বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প

“দুনিয়ার জন্য তুমি একটা
সাধারণ মানুষ, কিন্তু একটি
সাধারণ মানুষের কাছে তুমি
তার সম্পূর্ণ দুনিয়া।”

“জীবনের যুদ্ধ…
ঘৃণার মাধ্যমে নয়,
ভালোবাসা দিয়ে জিততে হয়।”

“একটি ছোট্ট আশা ভালোবাসার
জন্ম দেওয়ার জন্য যথেষ্ট।”

sad caption bengali

Bengali Caption For FB

“সূর্যালোক ছাড়া ফুল
যেমন ফোটে না, ঠিক তেমন
ভালোবাসা ছাড়া জীবন কাটে না।”

রাত নয় চাঁদ আমি, সেই চাঁদের
আলো তুমি। মাটি নয় ফুল আমি,
সেই ফুলের কলি তুমি। আকাশ নয়
মেঘ আমি সেই মেঘের বৃষ্টি তুমি।
এভাবে মিশে থাকবো তুমি আর আমি।

তুমি আমার রঙিন স্বপ্ন শিল্পীর রঙ-এর ছবি,
তুমি আমার চাঁদের আলো সকাল বেলার রবি।
তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল,
তুমি আমার ভালোবাসা শিউলি বকুল ফুল।

স্বপ্ন দিয়ে আঁকি সুখের সীমানা,
হৃদয় দিয়ে খুঁজি আমি মনের ঠিকানা।
ছায়ার মতো থাকবো আমি শুধু তার
পাশে, যদি বলে সে আমায় ভালোবাসে।

কষ্ট গুলো লুকানোর জন্যে সামান্য মিথ্যে হাসি আর,
ভালই আছি বলাটাই যথেষ্ট।

গরিব হয়ে জন্মানো কখনই দোষের নয়,
কিন্তু গরিব হয়ে মারা যাওয়া হল দোষের।

কোন কিছুতেই এখন আর কষ্ট হয় না,
কারণ কষ্ট পাওয়াটাই যেন আভ্যাস হয়ে গেছে।

Bangla Caption

কোন কিছুতেই এখন আর কষ্ট হয় না,
কারণ কষ্ট পাওয়াটাই যেন আভ্যাস হয়ে গেছে।

বাংলা শর্ট ক্যাপশন
অধিকার ছাড়িয়া দিয়া
অধিকার রাখিতে যাইবার মত
এমন বিড়ম্বনা আর না।

মরিতে না হইলে ,
বাচিয়া থাকিবার কোনাে মর্যাদাই থাকিত না ।

নিজেকে নিজের কাছে প্রমান
করো অন্য কারো কাছে নয়

আমি অলস নই, just
নিজেকে সময় দিচ্ছি

যারা মানুষকে রূপ দেখে বিচার করে,
তাদের মাকাল ফলের কথা মনে রাখা উচিৎ

না আছে রূপ, না আছে গুন্,
শুধু আছে বাল মার্কা Attitude

Read More: Birthday Wishes in Bengali

Bengali Caption

হেল্প লাগলে সরাসরি বলো,
হঠাৎ করে অনেকদিন পর কেমন আছো?
দিনকাল কেমন চলছে বলার দরকার নেই?

রাখতে হলে Personality রাখুন,
বেশি Attitude আর Ego
তো সবাই রাখতে পারে

সুন্দর মন থাকা দরকার, সুন্দর মুখ তো Mask
এর নিচে ঢাকা পরে যাবে

কিছু লোক মনে করে আমি তাদের ঘৃণা করি, না ভাই,
তোমাদের কথা চিন্তা করার সময়টুকুও আমার কাছে নেই

বাবার পেশা কি সেটা ইম্পরট্যান্ট না?
তিনি একজন বাবা সেটাই বড় ব্যাপার

প্রেম করবি আমার সঙ্গে ,
বিয়ে করবি কাকু মার্কা লোকের সঙ্গে, চল ফোট…

আমি care করি না যে তুমি কালো না ফর্সা,
খাটো না লম্বা, মোটা না পাতলা, সমকামী না উভকামী,
যদি আপনি আমাকে সম্মান করেন তবে আমিও আপনাকে সম্মান করবো

Bengali Caption For FB

Bengali Caption for Instagram

আমি Lazy নই আমি just
কল্পনার জগতে আছি

আমার Permission ছাড়া
কেউ আমাকে Hurt করতে পারে না

যদি তোমার বাড়িতে হাজার আলমারি
থাকা সত্ত্বেও, একটা চেয়ারে জামাকাপড়
ছাড়ানো না থাকে, তুমি বাঙালি নও

বিয়ের পর মোটা হবে এমন স্বপ্ন নিয়ে
বেঁচে আছে হাজার হাজার পাতলা মেয়ে

বদলে গেছে শুধু আমার বাইরেটা,
ভেতরটা ঠিক আগেই মতোই আছে যেমনটা তুমি চিনতে

বর্তমানে মানুষ এতোই সচেতন আর চালাক,
যে তারা সত্যকে অভিনয় ভাবে, অভিনয়কে সত্য ভাবে

হাজারো বাবু, সোনা, রূপ, তামা,
লোহা, দস্তার ভিড়ে আমি এক অসহায় প্লাস্টিক

Bangla Caption Attitude
Bengali Caption for FB – Breakup Special

যতই সোশ্যাল মিডিয়া Savvy
হয়ে যাই না কেন ছোট বেলের Greetings Card
দেওয়ার মধ্যে আলাদা একটা Excitement ছিল

রোদ জ্বলা দুপুরে সুর তুলে নূপুরে
বাস থেকে তুমি যবে নাবতে।
একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোনোদিন ভাবতে?

দ্বীপ জ্বলা সন্ধ্যায়
দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি

সেদিনও ছিল দুপুর এমন
ঝকঝকে রোদ অস্থির মন
আর ঘড়ি কাঁটায় তখন প্রশ্রয়
সেদিনের মত কলেজের ক্লাস
শেষ হয়ে গেছে অবকাশ
পাওয়া গেছে ফের দেখার আকাশ
নীলচে সময়।

নীল রঙ ছিল ভীষণ প্রিয়
তাই সব কিছু নীলিয়ে দিল
মনে পড়ে কি সেদিন
বলেছিলাম তোমায়
আজ নীল রং এ মিশে গেছে লাল
আজ রং চিনে নেবার আকাল
নীল বাতাসেও বে-নীল ভেজাল
ভেসে বেড়ায়।

যেটা ছিল না ছিল না
সেটা না পাওয়ায় থাকে।
সব পেলে নষ্ট জীবন।

অভাগা কপাল তবু
এতো কেন আশা
চাতকের মতো মন চায় ভালবাসা

Bangla Caption

মন আমার এক নতুন মস্তানি শিখেছে
আদরে আবদারে মাথায় সে উঠেছে।

এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাইনা আর তার
কোনো রাট দুপুরের আবদার।

বাঁধিনি হৃদয় পিঞ্জরে
রেখেছি মুক্ত করে
যাবি যদি দুরে পাখি যারে উড়ে
কোরবোনা মানা তোরে।

আমাকে আমার মতো থাকতে দাও
আমি নিজেকে নিজের মতো
গুছিয়ে নিয়েছি।

জানি তুমি আসবে না ফিরে
বসবে না ভালো আমাকে।

বেস্ট ক্যাপশন বাংলা
বেস্ট ক্যাপশন বাংলা
বেস্ট ক্যাপশন বাংলা

কেউ কাউকে কিছু শেখায় না
ধাক্কা খেতে খেতে নিজেকে
শিখে নিতে হয়।

Bangla Love Captions

বেস্ট ক্যাপশন বাংলা

বাবা তাের ফোনের লক টা খুলে দে তাে।
আমি Fingerprint টা ভুলে গেছি।

শুনেছি ভালােবাসার রাস্তায়
নাকি ভীষণ যন্ত্রণা থাকে
তাই ভাবছি ঐ রাস্তায়
একটা ঔষধের দোকান খুলবাে।

গবীর হতে পারি
কিন্তু তােমার মতাে
বানান ভুল পড়িনা।

বেস্ট ক্যাপশন বাংলা
বেস্ট ক্যাপশন বাংলা
Camera
দিয়ে মানুষের ছবিটা
তুলা যায় But চরিত্রটা নয়

দেখে নিস আমিও
একদিন বদলে যাবাে
তারপর শতবার ডাকলেও
আর ফিরে আসবাে না।

আমি খুব শান্ত আর ভদ্র।
শুধু সাক্ষীর অভাবে
প্রমাণ করতে পারছি না।

নিঃসঙ্গতার খাঁচায় বন্দি প্রাণ

যাহারা শান্তভাবে সহ্য করে
তাহারা গভীরতররূপে আহত হয়।

Bengali Caption
Bengali FB Caption for Love

দোষটা তাের না
হয়তাে আমার ভাগ্যে
ভালােবাসা লেখা ছিলাে না।

FB Caption in Bengali
মনটাও কি জিনিস বুকের
মধ্যে তাে থাকে কিন্তু আয়ত্বে থাকে না

বেশি Take Care করলে
সে তাে তােমাকে Over Take
করেই চলে াবে।

কোথাই খুঁজবাে তাকে?
সে তো হরাইনি বদলে গেছে।

ভালো থাকিস
বলেই আমাদের গল্পটা শেষ।

FB Caption in Bengali
আমাকে বুঝতে গেলে
আপনাকে বুদ্ধি GB হতে হবে।

চেনা মানুষের মুখে নতুন মুখোশ।
সময়ও তাে বদলায় ওদের কি দোষ

Bengali Caption Attitude

না বয়ে সময়ের চোরা স্রোতে
আজ ভেসে যাই কল্পনাতে।

যদিও গল্পটা ব্যর্থতায় ভরা
তবুও আমি আমার গল্পে সেরা।

শুধু তুমি চাও যদি
সাজাবাে আবার নদী।

ভালােবাসা হােক কিংবা বন্ধুত্ব
পাসওয়ার্ড একটাই বিশ্বাস

ভালােবাসাতেও বাড়ছে রােজই
মন্দবাসার হার
অনাদরে থেকেই বরং
বাড়ুক আবদার।

সম্পর্ক চলা কালীন নয়
সম্পর্ক ভাঙার পর বুঝবে
কাকে কার কতটা প্রয়ােজন ছিল।

প্রিয়জনকে প্রয়ােজন বানাও
প্রয়োজনে কাউকে প্রিয়জন
বানিও না

Bengali Caption for Instagram

Bangla Caption Attitude

মানসিক শান্তি’ই বড় শান্তি.!
আর সেই মানসিক শান্তি
শুধুমাত্র “নামাজের”
মাধ্যমেই পাওয়া যায়.!

আমাদের এই জীবন দান করেছেন স্বয়ং আল্লাহ।
তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন।
আবার তিনিই আমাদের পুনরুত্থিত করবেন।

সে-ই প্রকৃত মানুষ যে ভয় পায়
তার অন্তরের মৃত্যুকে ,
শরীরের মৃত্যুকে নয়।

তুমি যদি বাসো ভালো,,
চাঁদের মতো দেব আলো,,
যদি আমায় ভাবো আপন,,
হব তোমার মনের মতন,,
নদী যেমন দেয় মোহনা,,
তোমার ই আমি তোমার উপমা,,

আসবি তুই কবে ?
পাগলি তুই ফিরে।
যদি কখনো আসিস ফিরে,
রাখব তোকে অনেক সুখে।
তুই সুখে থাকবি,
আর আমায় ভালোবাসবি।
পাগলিতুই ফিরে_আয়।

অন্যের কষ্টে কষ্ট পাওয়া কোনো দুর্বলতা নয়
বরং তা হলো কোমল হৃদয়ের পরিচায়ক।

রাত যত গভীর তারাগুলো ততই উজ্জ্বল হয়
তেমনিভাবে দুঃখ যত বেশি হয়
স্রষ্টা ততই নিকটে চলে আসেন।

Bengali Caption Sad Love
Attitude Caption Bangla

কিছু কিছু মানুষের জন্য এ পৃথিবীটা কোন উপযুক্ত স্থান নয়,
তাদের জন্য এ পৃথিবীটা যেন এক সমুদ্র জল।

নিজের বোকামি বুঝতে পারার পর
কারো দুঃখ হয়, কারো হাসি পায়।

বেদনার পায়ে চুমু খেয়ে বলি এইতো জীবন,
এইতো মাধুরী, এইতো অধর ছুঁয়েছে সুখের সুতনু সুনীল রাত!

প্রিয় মা
৭০০ কোটি মানুষের মাঝে তুমার হাসি টা বেস্ট।
Happy Mothers Day

জীবনের চাহিদা কে যতো সীমিতো রাখবে…!
পরিস্থিতি ততো-টাই শান্তিময় হবে…

মানুষ কখনো ইচ্ছে করে কাঁদে না.!
কাঁদায় তার অতীতের স্মৃতিগুলো,
কাঁদায় তার সব সবচেয়ে কাছের মানুষ,
কাঁদায় তার প্রিয়জন।

একা বাঁচতে প্রিয়,শেখাে দেখবে কষ্ট কমে গেছে।
মুখােশধারী ভদ্র হওয়ার চেয়ে,
স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক ভালাে।।

Bengali Caption

কিছু মানুষ আছে যারা তাদের প্রয়োজনে
তোমার অনেক কাছের মানুষ হয়ে উঠবে
কিন্তু যেই তাদের কাজ ফুরিয়ে যাবে,
তাদেরকে তুমি আর তোমার ত্রি-সীমানায়ও দেখবে না ।

মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালোবাসা
যার মধ্যে ভালোবাসা নেই তার কোন দুর্বলতা ও নেই ।
ভালোবাসার জন্য মানুষ সব কিছু করতে পারে,
আর সেই ভালোবাসাই তার জন্য কাল হয়ে দাঁড়ায় ।

খুশির খোঁজ করা বন্ধ করে দিয়েছি ,
কারণ খুশি খুঁজতে খুঁজতে নিজের
বর্তমান কে হারিয়ে ফেলছি দিন দিন –

খুশির খোঁজ করা বন্ধ করে দিয়েছি ,
কারণ খুশি খুঁজতে খুঁজতে নিজের
বর্তমান কে হারিয়ে ফেলছি দিন দিন

যদি আপনার ego আমার সাথে কথা বলে,
তবে আমার attitude আপনাকে উত্তর দেবে
ভিটামিন She এর অভাবে মরে গেলেও
কাউকে propose করবো না ।

সবাই সব কিছু পারে না,
যেমন সকাল বেলা আমার ঘুম থেকে ওঠা ।

বাবার পেশা কি সেটা ইম্পরট্যান্ট না?
তিনি একজন বাবা সেটাই বড় ব্যাপার।

Caption in Bangla

Bengali Caption for Love

নিজেকে নিজের কাছে প্রমান করো
অন্য কারো কাছে নয় ।

আমি অলস নই, just নিজেকে সময় দিচ্ছি
যারা মানুষকে রূপ দেখে বিচার করে,
তাদের মাকাল ফলের কথা মনে রাখা উচিৎ ।

“চলো, আমরা জীবনের পথটা
এক সাথে হেঁটে পার করি।
চলার পথে তোমার যা যা প্রয়োজন হবে
আমরা ভাগাভাগি করে নিব।”

বেস্ট ক্যাপশন বাংলা মনোভাব

“ভালোবাসা দিয়ে পরকে আপন
করা যায় আর সম্পর্ককে করে
তোলা যায় আরও অনেক গভীর”

লাগবে যখন খুব একা চাঁদ হয়ে দিবো দেখা;
মনটা যখন থাকবে খারাপ স্বপ্নে গিয়ে
করব আলাপ। কষ্ট যখন মন
আকাশে তাঁরা হয়ে জ্বলবো পাশে।

ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,
তুমি আসলে দুজনে সাজাবো জীবন।
চোখ ভরা স্বপ্ন বুক ভরা আশা, তুমি
বন্ধু আসলে দেবো আমার সব ভালোবাসা।

জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি,
নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি।
জানতাম না কাকে ভালোবাসা বলে,
শুধু শিখিয়েছ তুমি।

Short Bangla Caption For FB
short caption for profile picture bangla

তুমি তোমার ইচ্ছামত আমাকে কাঁদাও,
তুমি তোমার ইচ্ছামত আমাকে কষ্ট দাও।
তুমি তোমার ইচ্ছামত আমাকে দূরে রাখো,
তবে আমাকে আমার ইচ্ছা মতো
শুধু তোমাকে ভালোবাসতে দিও।

মিথ্যে আবেগের
মায়া মেঘ কেটে গেলে জানি,
বৃষ্টি নামবেই – ঐ দু’চোখে।

প্রতি সেকেন্ডে তাঁকে স্মরণ করুন
যিনি প্রতি সেকেন্ডে নিশ্বাস চালু রেখেছেন!
❤️ আল্লাহ ❤️

যে ভুলে গেছে সে ভুলেই থাক
অযথা লাভ কী বুকে – যন্ত্রণা পুষে?

” নিঃশ্বাস টা থেমে গেলেই,
জীবনের গল্পটা শেষ”

“সর্বোপরি, আমরা যখন পৃথিবীতে এসেছি
তখন আমরা আমাদের সাথে কিছুই আনি নি,
এবং যখন আমরা এটি ছেড়ে যাই
আমাদের সাথে কিছুই নিতে পারি না।”

আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে
তবু প্রাণ নিত্যধারা,হাসে সূর্য চন্দ্র তারা,
বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে ।

ক্যাপশন বাংলা

“বিবাহ এবং মৃত্যু-এই দুই বিশেষ দিনে
লতা পাতা আত্মীয়দের দেখা যায়।
সামাজিক মেলা মেশা হয়।
আন্তরিক আলাপ হয়।”

কাউকে খারাপ বলার আগে,
নিজের দিকে একটু তাকানো উচিত

ঝামেলা তার সাথেই বেশি হয়,
যার সাথে বেশিক্ষণ কথা না বলে থাকা যায় না

বেশির ভাগ ক্ষেত্রে মানুষের প্রতি
মানুষের কদর বারে মৃত্যুর পর

তুমি আমার কোনো দিন ই ছিলেই না,
তবু কেনো আমি তোমাকে হারানোর ভয় পাচ্ছি?

লোক বদলায়, পরিস্থিথি বদলায়,
প্রেমিক প্রেমিকা বদলায়, কিন্তু প্রেম কখনো বদলায় না…

সুখি হতে চাও? খুব সহজ
স্বার্থপর হয়ে যাও
অনেক সুখে থাকবে

মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়,
কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না।

আমি রাগ করি না, কারণ আমি জানি
আমার রাগের মূল্য নেই কারো কাছে

যখন আপনি সঠিক হন কেউই মনে রাখে না,
আর যখন ভুল হন, কেউ ভুলে যায় না

বেস্ট ক্যাপশন বাংলা

Bengali Caption for Status

জীবনে অন্তত একবার মানুষের কষ্ট
পাওয়া দরকার, কারণ কষ্ট পেলেই
মানুষ নিজের ভুল টাকে শুধরাতে পারে

মানুষ ততক্ষন পরিপূর্ণ হয় না,
যতক্ষণ না তার বিয়ে হয়.
…তার পর সে শেষ হয়ে যায়

যাদের ঘরে শান্তির অভাব তারাই
অন্যের ঘরে আগুন লাগানোর চেষ্টা করে

একটা মাত্র জীবন তাই কেঁদে
সময় নষ্ট না করে হাসুন আর সেটা
দেখে বাকিদের জ্বলতে সাহায্য করুন

মানুষটাকে ভুলে যাওয়া যায়,
কিন্তু তার অপমান টা না

যার চাওয়া পাওয়া যত কম,
তার জীবন তত শান্তিপূর্ণ

জীবনে অন্তত একবার মানুষের কষ্ট
পাওয়া দরকার, কারণ কষ্ট পেলেই
মানুষ নিজের ভুল টাকে শুধরাতে পারে

বদলায়নি…. তবে শান্ত থাকতে
ভালো লাগে আজকাল

Bengali Caption

একমাত্র গালি দেয়া ছেলেরাই পারে
ঠিকমতো ভালোবাসাকে টিকিয়ে রাখতে

Maturity মানে রাগ হলেও
চুপচাপ নিজেকে সামলে নেওয়া

কিছু সময় পরিস্থিতি এমন হয় যে,
আমরা প্রিয় মানুষটাকে block করতে বাধ্য হই

জানো কি? এই দুনিয়ায় নিজের কেউ হয়না,
কষ্ট পেলে কেউ সাথ দেয় না, এমন কি রাতের ঘুম ও নয়

ভগ্ন হৃদয়ের দাগ ক্ষমা চাইলেই
মুছে ফেলা যায় না

বন্ধুরা তো এমনিতেই অমূল্য হয়,
গলা জড়িয়ে ধরতেই যেন সব দুঃখ ঘুচে যায়

হৃদয়ের গভীরে যার বসবাস,
তাকে সবকিছু বলতে হয় না। অল্প বললেই সে বুঝে নেয়

Bengali Caption

ভাবতেও অবাক লাগে যে আমিও
একদিন বিয়ে করবো

ভার্চুয়াল জগতের অনেক বন্ধুত্বের চেয়ে,
বাস্তব জীবনের কিছু বন্ধুত্ব ঢের ভালো

সবকিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করা মানে
নিজেকে অশান্ত করে তোলা

Caption For FB In Bengali

যদি কেউ আপনাকে ঘৃণা না করে
তাহলে হয়তো আপনি boring কিছু করছেন

যা পেয়েছি কিংবা পাইনি,
সবকিছুর জন্য উপরওয়ালা কাছে শুকরিয়া!
আলহামদুলিল্লাহ

সুখের আকাশটা আজ,
রাতের মতো কালো।
সাজানো স্বপ্ন গুলো
হয়ে গেছে এলোমেলো।

Bengali Caption

তুমি যখন কারো কাছ থেকে
বিদায় নিয়ে যাত্রা শুরু করবে,
তখন পেছনে ফিরে তাকাবে না ।
পেছনে ফিরে তাকানোর অর্থহলোঃ
মায়া নামক ভ্রান্তি কে প্রশ্রয় দেয়া ।

চোখের পানিই হল সব থেকে মূল্যবান পানি,,
কারন কি জানেন??
পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও এ
কমাত্র চোখের পানিই বুঝাতে পারে কাউকে হারানোর কষ্ট।

জীবনটা কবেই মুক্তি পেয়ে যেত
আত্বহত্যা যদি যর্মে নিষেধ না থাকতো।

গল্পের শুরুটা যতটুকু আনন্দ দেয়
শেষ টা তার চেয়াও অধিক কাদায় ।

আঘাতের পরিমাণটা যখন
খুব বেশি হয়ে যায়!
তখন ভিতরের ক্ষত গুলো
ক্যানসারে পরিনত হয়!

কষ্ট কে অনেক বড় মনে হয়,
সকল সুখের চেয়ে।
কিন্তু ১টি সাফল্যকে অনেক বড় মনে হয়,
১০০০ টা ব্যর্থতার চেয়ে …

স্বপ্নগুলাে আকাশ ছােয়াঁ, ইচ্ছা গুলাে দামী।🥰

Bengali Caption
FB Caption Bangla

মনটাকে বলি কাঁদিস না রে
মধ্যবিত্ত আমি।

সম্পর্ক চলা কালীন নয়,
সম্পর্ক ভাঙার পর বুঝবে,
কাকে কার কতটা প্রয়ােজন ছিল।

ভালোবাসা থেকে বিয়ের দূরত্ব,
হল​ বেকারত্ব।

দোষটা তোর না!
হয়তো আমার ভাগ্যে,
ভালোবাসা লেখা ছিলো না।

ভালো থাকিস,
বলেই আমাদের গল্পটা শেষ।

তোমার হাত ধরে হেঁটে যাব সমুদ্রের তীরে
তারপর ধাক্কা দিয়ে পানিতে ফেলে দৌড় দিব

ছেড়ে দিলেই যদি ছাড় পাওয়া যেতো
তবে উপন্যাসের শেষ পাতায় সবাই সুখ খুঁজে পেতো

আমার এ পথে নেই
যে কোনো পাপ।
ভালোবাসাটা ছিলো
শুধুই অভিশাপ।

বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন।
আর অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন।

Bengali Caption
short caption for profile picture bangla

কারো অবহেলা মানেই জীবন শেষ নয়।

একজনের কাছে মূল্যহীন হতে পারো,
কিন্তু, সবার কাছে নয়।

আসলে কেউ কাউকে ভুলে যায় না…
শুধু প্রয়োজন শেষ হলে কথা বলা
বন্ধ হয়ে যায়….

ছোট্ট বেলার দিন গুলি আজ
হারিয়ে গেছে ওই কূলে …
মনটা তাই হারিয়ে যায়
বন্ধুত্বের স্মৃতির আড়ালে …

প্রিয় মানুষটির সাথে সময় কাটানোর মতো সুখ।
বোধহয় পৃথীবিতে আর কিছুতেই নেই।

ভবিষ্যৎ নিয়ে ভাবি না,

আল্লাহ নিশ্চয়ই নিরাশ করবেন না।

ইনশাআল্লাহ❤️

প্রিয় মা❤️
তুমি ছাড়া কেউ বুঝে না।
কোনটা আমার রাগ আর কোনটা আমার
অভিমান!’

“আমি খুব শীঘ্রই বিদায় নিচ্ছি,
তোমাদের ঈমান ও আমলের যত্ন নিও”
-মাহে রমজান

জান্নাতে সব আছে কিন্তু মৃত্যু নেই,
কোরআনে সব আছে কিন্তু মিথ্যা নেই.!

টাইম পাস করার জন্য উত্তম
“পদ্ধতি হলো
কোরআন তেলাওয়াত করা

নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়
কিন্তু বিচার করতে গেলে,
ভিতরে প্রবেশ করতে হয়।

কষ্ট কে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে এগোতেই হবে।

কি হবে জীবনে এতো পারফেক্ট মানুষ খুঁজে,
যদি সেখানে ভালোবাসাই না থাকে ।

Bengali Caption
bengali caption for fb dp

সাধের এই দেহটাও
এক মুঠো সাদা ছাই হবে,
সবি তো পিছে পড়ে রবে।
চুকে যাবে সময়ের
যত কিছু হিসেব নিকেশ
এই তো জীবন ।

বিচ্ছেদ না হলে,
ভালোবাসতে শিখতাম না!

বাংলা রোমান্টিক ক্যাপশন

মানুষ তখনি স্থির হয়ে যায় ;
যখন সে বুজতে পারে
সে যা চেয়েছে তা সে কখনোই পাবে না!

বেলাশেষে তুমিও কাঁদবে,
অন্যকারো অবহেলায়!

মানুষ আসলে কখনই কথা বলার বন্ধু খোঁজে না!
মানুষের অভাব চিরকালের জন্য একজন নিরবতার সঙ্গীর।

নিদিষ্ট কিছু অভিমান,
কিছু অভিযোগ
আর কিছু দীর্ঘশ্বাস
একত্রিত হয়ে যাওয়ার পর
নিজেকে হারিয়ে ফেলে মানুষ।

মনের কথা মন-ই জানুক
নাই বা এলো ঠোঁটের কোণে
ইচ্ছে-আবদার-নালিশ
যত ছুঁয়ে থাক সব সঙ্গোপনে

এরা সুখের লাগি চাহে প্রেম
পরেম মেলে না
শধু সুখ চলে যায়
এমনই মায়ার ছলনা

প্রেমে পড়ে গেলে পাশে থাকুন মনে জায়গা নেই ।

অভিমানী স্ট্যাটাস

আমি তোমারি বিরহে রহিব বিলীন,
তোমাতে করিব বাস–
দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস ।
Caption দেখার দরকার নেই DP দেখো

আমি ছাড়া অন্য কোথাও তোমার আনন্দ হলে আমার দুঃখ লাগে!

“কাউকে আপন করে পাওয়া
প্রেম নয়, প্রেম হল আপন
জনের মনে জায়গা করে নেওয়া।”

ভালোবাসা তো যায়না টাকা দিয়ে কেনা,
ভালোবাসা দিয়ে যায়না হীরা মুক্তা দিয়ে গড়া।
দুটি মনের আকুলতায় যে বন্ধন হয়,
তাকেই তো ভালোবাসা কয়।

আমার আনন্দ গুলা হয়ত Made in china.
তাই বেশীদিন টিকে না ।

Bengali Caption Images

Bengali Caption
Bengali Caption
Bengali Caption
Bengali Caption
Bengali Caption
Bengali Caption
Bengali Caption
Bengali Caption
Bengali Caption
Bengali Caption
Bengali Caption
Bengali Caption
Bengali Caption
Bengali Caption
Bengali Caption
Bengali Caption
Bengali Caption
Bengali Caption
Bengali Caption
Bengali Caption
Bengali Caption
Bengali Caption
Bengali Caption
Bengali Caption
Bengali Caption

Thank you to visit our blog Bengali Caption. We try to give some best caption for use in Instagram, WhatsApp, Facebook. please if you like please share and comment.